• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন কে হচ্ছেন চেয়ারম্যান, উপজেলাজুড়ে আলোচনা

  • ''
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২৪

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রার্থীদের ব্যাপক গণসংযোগ চলছে। কোথাও আয়োজন করা হচ্ছে কর্মিসভা, মতবিনিময় ও উঠান বৈঠক। অনেকে ভোটের প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ফেসবুক। নানা কৌশলে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

অন্য কোনো দলের প্রার্থী নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগ থেকে-ই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ১৪ জন। সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখন প্রতীকের অপেক্ষায়। কে হচ্ছে? নতুন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান তা নিয়ে উপজেলাজুড়ে আলোচনা। আগামী মাসের ০৮ মে হবে ভোট গ্রহণ।

নির্বাচনে অংশ নিবেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি. সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ও মোর্শেদা ইসলাম। জনসমর্থনে জোর লাড়াইয়ে’র আভাস মিলছে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ও খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের। এই দুই নেতার মধ্যে-ই হবে ভোট যুদ্ধ। সন্ত্রাস-দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করায় মেহেদী হাসান রনির নাম ওঠে এসেছে। তবে বর্তমান চেয়ারম্যানও আলোচনায় রয়েছেন।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যানে শামছুল হুদা, আবু তালেব মুকুল, সাইফুল ইসলাম বকল, জহিরুল ইসলাম ও সোহেল তালুকদার এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানে জেব উন নাহার লিনা বকল, মোছা: কল্পনা বেগম ও তাহামিনা আক্তার লিপি নির্বাচনে অংশ নিবেন। আবু তালেব মুকুল ও মোছা: কল্পনা বেগমের বিজয়ীর ব্যাপারে লোকমুখে বেশি নাম শোনা যাচ্ছে।

দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ‘তৃণমূলের নেতাকর্মী দিনদিন হতাশ হয়ে রাজনীতি থেকে সরে যাচ্ছেন দলীয় স্বজনপ্রীতি’র ফলে। হাতে গোনা কয়েকজনকে দেওয়া হচ্ছে সুবিধা। ফলে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দিনকে দিন দুর্বল হয়ে পড়েছে। এবারের নির্বাচনে দলীয় ‘প্রতীক’ না থাকায় যিনি যোগ্য, দলের জন্য রাজনীতি করেছেন তারই জিতার সুযোগ রয়েছে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মণি শংকর জানান, ‘তফশিল অনুযায়ী ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ০৮ মে। ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। সব কয়টি বৈধ ঘোষণা করা হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্যে পুরুষ ৭৯ হাজার ৯০২ জন এবং নারী ৮২ হাজার ৬৮৬ জন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads